“টাইগার জিন্দা হ্যায়” প্রথম দিনের কালেকশন ৪০ কোটি

 “টাইগার জিন্দা হ্যায়” প্রথম দিনের কালেকশন ৪০ কোটি

বাঘের গর্জন শুনতে পারছেন মুম্বইওয়ালারা, সারা ভারত। বাঘ মানে টাইগারের। “টাইগার জিন্দা হ্যায়” 52 বছরেও প্রমাণ করে ছাড়ছেন খান সাহেব।

সলমন RAW এজেন্ট, আর ক্যাটরিনা ISI। দুজনে বিয়ে করে বিপদে। তাদের সন্তানকে অপহরণ করল ইরাকি জংগিরা। সেই নিয়ে সাসপেন্স।

তিনি সলমন এখন 52, আর তাঁর নায়িকা ক্যাটরিনা তাঁর চেয়ে 20 বছরের ছোট। প্রায় 5 বছর পর দুজনে আবার অন স্ক্রিন বহু ব্যক্তিগত টানাপোড়েনের পর। “এক থা টাইগার”-এর সিক্যুয়েল। সেই অর্থে এ ছবি দুই খান সাহেবের কেরামতি। নায়কের সংগে পরিচালক আলি আব্বাস খান।

শুক্রবার থেকে শনি, দু’দিনে বক্স অফিস কালেকসান পেরল 50 কোটি। সারা পৃথিবী জুড়ে 5700 টি হলে চলছে এ ছবি। সকালের শোতেও 80% টিকিট বিক্রি অধিকাংশ হলে। আর বাকি শোতে “অল সোল্ড” নোটিশ বোর্ড। বড়দিনের ছুটিতে এই ভিড় উপচে পড়বে বলে ধারণা। কারণ অগ্রিম টিকিটের বা অন লাইন টিকিট আগামী এক সপ্তাহের প্রায় 80 % শেষ। এই যদি প্রবনতা হয়, মংগলবারের মধ্যেই 100 কোটির দরজা পেরিয়ে যাবে বলে মন্তব্য মুম্বইয়ে ছবির অন্যতম ডিস্ট্রবিউটার রজত সাহানির। ওভারসিজ ডিস্ট্রিবিউটার পবন ধামানির দাবি, যা ট্রেন্ড তা চলতে থাকলে এক মাসে 300 কোটি পেরিয়ে গেলে অবাক হব না। কেউ কেউ বলছেন, “দংগল”-এর 500 কোটি ছোঁয়ার স্পর্ধা দেখাচ্ছে সল্লু-ক্যাটের টাইগার।

কাহে ইতনা জলদি ভায়া। পিকচার আভি বাকি হ্যায় দোস্ত…